শিরোনাম
কোটচাঁদপুর পৌরসভাঃ ৫৭ নং কলোনী পীর বাড়ী জামে মসজিদ
ঠিকানা
৫৭ নং কলোনী পীর বাড়ী, সরকারী কলেজের পিছন দিকে, কোটচাঁদপুর, ঝিনাইদহ।
ইতিহাস
<p style="text-align: justify;">১৯৬৫ সালে জনৈক হাবিবুর রহমান পীর সাহেব তাহার নিজ বশত বাড়ী সংলগ্ন ৫ শতক জমির উপর আধা পাঁকা ঘরে এই মসজিদটি স্থাপন করেন। পরবর্তীতে তাহার পূত্র আব্দুল্লাহ ওরফে লুলু মিয়া ১৯৯৫ সালে মসজিদটি পাকা দালানে রূপান্তরিত করেন। প্রথম ইমাম ছিলেন পীর সাহেব নিজেই বর্তমানে তার পূত্র মসজিদটির দায়ীত্বে আছেন। মসজিদটিতে জুম্মাসহ সকল ওয়াক্তের নামাজ পড়ানো হয়। <strong>ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু পাঠশালায়</strong> শিশুদের সকল বিষয়ে অক্ষরজ্ঞানসহ পাঠদান করানো হয়।</p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">মসজিদের এক তলা বিশিষ্ট ভবন, নিজস্ব পানির ব্যবস্থাসহ পাঁকা পায়খানা, প্রসাব খানা ও ওজুথানা নির্মান করা আছে।</p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">মসজিদের খাতিবের নামঃ মোবাইল নং-</p><p style="text-align: justify;">ঈমামের নামঃ মোবাইল নং-</p><p>মুয়াজ্জিনের নামঃ মোবাইল নং-</p>