Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালন।
বিস্তারিত

 

ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর উপজেলায় উপজেলা প্রসাশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ব শাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জ্বাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর সকাল ৮.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তাবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দেবপ্রসাদ পাল সহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এরপর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্তে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে সকাল ৮.৩০ মিনিটে একটি শোক র‍্যালী বের করা হয়। এই শোক র‍্যালীতে অংশগ্রহণ করেন উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের সাধারন মানুষ। শোক র‍্যালী কোটচাঁদপুর বাজার, মেইন বাস স্ট্যান্ড, কলেজ স্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব দেবপ্রসাদ পালের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০.০০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নবী নেওয়াজ। কিন্তু ব্যাস্ততার কারনে তিনি উপস্থিত হতে পারে নাই। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, উপজেলা বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ আরও অনেকে। আলোচনা আনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়এবং বিভিন্ন উদ্যোক্তা দের যুবঋন প্রদান করা হয়। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরআত্বার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থানা করা হয়।

ছবি
ডাউনলোড